৳ ৩৬০ ৳ ৩০৬
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
মহাগ্রন্থ আল-কুরআনকে শুধু মুমিনদের জন্যই নয়; বরং এটিকে বিশ্বের সকল মানবের জন্য পথপ্রদর্শক হিসেবে নাযিল করা হয়েছে। মহান আল্লাহ্ বলেন, ‘এটি (আল-কুরআন) সকল মানবের জন্য হিদায়াতস্বরূপ’ (সূরা আল-বাক্বারাহ্, ২:১৮৫)। আল-কুরআনকে সমগ্র মানবজাতির বুঝার জন্য পৃথিবীর বিভিন্ন ভাষায় এটির অনুবাদ করা হয়েছে। কেননা সম্ভাব্য সকল উপায়ে আল-কুরআনের মর্মার্থ তুলে ধরতে পারলে তা ব্যক্তি, সমাজ ও জাতি গঠনে সহায়ক ভুমিকা পালন করবে। এই বইটিতে অত্যন্ত সহজ, সরল ও সাবলীলভাবে সহজবোধ্য শব্দে, ছন্দোবদ্ধভাবে আল-কুরআনের ত্রিশতম পারার যথার্থ অনুবাদ উপস্থাপন করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। কোথাও কোথাও ছন্দের প্রয়োজনে অলংকার যোগ করা হয়েছে; তবে তাতে যেনো অর্থের কোনো পার্থক্য না হয় সেদিকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। ফলে বইটি পাঠে পাঠকগণ কবিতার ছন্দে ছন্দে আল-কুরআনের ত্রিশতম পারার সকল সূরার অর্থ খুব সহজেই অনুধাবন করতে সক্ষম হবে এবং এতে তাদের মনে আল-কুরআনের বিধান মানার ব্যাপারে আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ্।
Title | : | ছন্দে ছন্দে কুরআন বুঝি |
Author | : | ডাঃ হাসান আলী |
Publisher | : | এই সময় পাবলিকেশন্স |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 112 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
লেখক পরিচিতি: ড. হাসান আলী ডাকনাম-রুবেল। জন্ম ১৯৮২ সালের ২১ আগস্ট। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন পূর্ণ গোপীনাথপুর গ্রামে। নিজ গ্রামেই কাটে তার শৈশব ও কৈশোর জীবন। ২০০০ সালে দাখিল ও ২০০২ সালে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ২০০৬ সালে প্রথম শ্রেণিতে বিএ (অনার্স) ও ২০০৭ সালে প্রথম শ্রেণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে 'এ্যাকাউন্টিং এ্যান্ড ফিন্যান্স' বিষয়ে এমবিএ এবং ২০২৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি সরকারী মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে প্রথম শ্রেণিতে ফাযিল ও কামিল (তাফসীর) ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে 'ইংরেজি ভাষা শিক্ষা কোর্স’ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএল.বি কোর্সের শেষবর্ষে অধ্যয়নরত আছেন। ২০০৮ সালে অনলাইন সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৯ সালের শুরুর দিকে ‘রিপোটার্র’ হিসেবে যোগ দেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’ এর বার্তা বিভাগে। অত:পর ২০১০ সালের ২০ জুলাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারি অফিসার’ হিসেবে যোগদানের মাধ্যমে ইসলামী ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০১২ সালের ১ মার্চ একই ব্যাংকে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ব্যাংকটির জামগড়া শাখায় ‘প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন’ হিসেবে দায়িত্ব পালন করছেন। মা-বাবার ৩ ছেলে ও ১ মেয়ের সংসারে তার অবস্থান তৃতীয়। বাবা মো. মুসা খলিফা, আর মা মোছা. আলেয়া বিবি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী তামান্না মাহবুবা, কামিল (হাদীস)। তার রয়েছে দুই পুত্র সন্তান। কে. এম তানঈম হাসান রাফিদ (১০)। কে. এম তাসকীন হাসান রাকীন (৩)। কর্মব্যস্ততার মাঝে নিত্যদিনের বেশিরভাগ সময় কাটে তার। এর মাঝে যেটুকু ফুরসত পান পুরোটাই গবেষণা, বই পড়া, লেখালেখি আর পরিবারকে নিয়ে কাটান। তার লিখিত ‘আল-কুরআন ও আস্-সুন্নাহর আলোকে ক্রয়-বিক্রয়ের মূলনীতি’ এবং ‘আল-কুরআন ও আস্-সুন্নাহর আলোকে পণ্য ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ পদ্ধতি’ শীর্ষক ২টি প্রবন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষণা পত্রিকায় (ভলিউম নং ১১, ২০১৮-২০১৯ ও ভলিউম নং ১৪, ২০২২-২০২৩) এবং ‘জমি বন্ধক ও বর্গা সম্পর্কিত ইসলামের বিধান: একটি পর্যালোচনা’ শীর্ষক ১টি প্রবন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের গবেষণা পত্রিকায় (ভলিউম নং ২৫, জুন-২০১৮) প্রকাশিত হয়েছে। এছাড়া ইসলামী ভাবধারার উপর তার লেখা ২টি কবিতার বই ‘আকাঙ্ক্ষা’ ও ‘মুসাফির’, আল-কুরআনের ত্রিশতম পারার কাব্যরূপ ‘ছন্দে ছন্দে কুরআন বুঝি’ এবং ১টি প্রবন্ধের বই ‘ইসলামী ব্যাংকিং ভাবনা’ প্রকাশিত হয়েছে। এছাড়া তার লেখা আরও ২টি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
If you found any incorrect information please report us